IIFA পুরস্কারের মনোনয়ন তালিকায় ঠাঁই পাননি সোনু, কার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৫তম আইফা পুরস্কারের মনোনয়ন তালিকায় ঠাঁই পাননি সোনু নিগম। এরপরই প্রথমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, আর তারপরে, সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাথাদের উদ্দেশে বিরূপ পোস্ট… একের পর এক বিষয়ে ক্ষোভ উগরে দিলেন সোনু।
রাজস্থানের জয়পুরে গত ৮ ও ৯ তারিখ IIFA 2025 ছিল। আর এই অনুষ্ঠানে পুরষ্কার প্রাপকদের নামের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোনু নিগম। তিনি সোশ্যাল মিডিয়ায় পুরষ্কার প্রাপকদের নামের তালিকা শেয়ার করে নিয়েছেন। সেখানে নাম রয়েছে অরিজিৎ সিংহ থেকে শুরু করে বাদশা, দিলজিৎ দোসাঞ্জ, জুবিন নৌটিয়াল ও অন্যান্যরা। অবশেষে ‘আর্টিকেল ৩৭০’ ছবির ‘দুয়া’ গানটির জন্য পুরষ্কার পান জুবিন নৌটিয়াল। মনোনয়নের তালিকায় নাম ছিল না সোনু নিগমের। আর সম্ভবত সেটাই বিঁধেছে গায়ককে।
সোশ্যাল মিডিয়ায় এই স্ক্রিনশট শেয়ার করে সোনু নিগম লিখেছেন, ‘অনেক ধন্যবাদ IIFA। যাইহোক.. আপনাদের তো রাজস্থানের আমলাতন্ত্রের কাছে উত্তর দিতে হবে’। সোনু নিগমের পোস্ট করা এই সামান্য কথাই উস্কে দিয়েছে জল্পনা। অনেকে মনে করছেন, সোনু নিগম ‘মেরে ঢোলনা 3.0’ গানটির জন্য অন্তত মনোনয়ন আশা করেছিলেন। কারণ এই গানটি একসঙ্গে গেয়েছিলেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল। মহিলাদের মধ্যে শ্রেয়া ঘোষাল এই গানটির জন্যই পুরস্কার যেতেন। আর এই একই গানের জন্য পুরুষদের মধ্যে নমিনেশনের তালিকায় পর্যন্ত রইলেন না সোনু নিগম! সোশ্যাল মিডিয়ায় সোনুর এই পোস্ট প্রচুর সমর্থন পেয়েছে। কুমার শানু-র পুত্র জান কুমার শানু লিখেছেন, ‘স্যার আপনি সমস্ত অ্যাওয়ার্ডের উর্ধ্বে।’
গত ডিসেম্বর মাসে সোনু নিগম ‘রাইজিং রাজস্থান’ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন। সেখানেই গোল বাঁধে! সোনুর গান গাওয়ার মাঝেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং প্রশাসনিক স্তরের একাধিক ব্যক্তি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। আর তাতেই অপমানিত বোধ করেন সোনু নিগম। দিন কয়েক বাদে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করে তিনি বলেছিলেন, “আপনারাই যদি শিল্পীদের যদি সম্মান করতে না পারেন, তাহলে আমজনতা কী করবে? যদি শো ছেড়ে বেরিয়ে যাওয়ারই হয়, তাহলে আসবেন না। নইলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বেরিয়ে যাবেন। শিল্পী গান গাওয়ার মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যাওয়া খুবই অসম্মানজনক। এটা মা সরস্বতীর অপমান।”