মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলার নিদান শুভেন্দুর, পাল্টা ‘চ্যাংদোলা’ কটাক্ষ দেবাংশুও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলা শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে নিজেকে হিন্দুদের বিধায়ক বলে দাবি করেছিলেন তিনি। এবার বিতর্ক আরও একধাপ বাড়িয়ে শুভেন্দু বললেন, ”ওদের দলে (তৃণমূল কংগ্রেস) যে ক’জন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।” তাঁর এই মন্তব্যের ফলে রাজ্যজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
শুভেন্দু বলেন, তৃণমূলের টিকিটে ২০২৬ সালে মুসলিম বিধায়ক যাঁরা জিতবেন তাঁদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলা হবে। এছাড়াও তিনি দাবি করেন এবার বিজেপি জিতে বাংলায় ক্ষমতায় আসবে। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির তীব্র বিরোধীতা করে তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেছেন, “শুভেন্দু দিবাস্বপ্ন দেখছেন… তিনি সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছেন… তারা (বিজেপি) কখনই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে না।”
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, দেবাংশু ভট্টাচার্য এই সূত্রে বলেন, ২০২৬-এর নির্বাচনে সাধারণ মানুষই বিজেপিকে চ্যাংদোলা করে বাইরে পাঠাবে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত বক্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গণতন্ত্র চিরস্থায়ী, কিন্তু চেয়ার নয়। চেয়ারকে সম্মান করুন। মুসলিম বিধায়কদের বের করে দেওয়ার কথা ভাবছেন কী করে। ওরা (বিজেপি) মুসলিমদের টার্গেট করছে কারণ এটা রোজা মাস, ওরা এটা পছন্দ করে না। তারা সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে অর্থনৈতিক ও বাণিজ্যের ধস থেকে দেশের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। আমি হিন্দু, আমার বিজেপির শংসাপত্রের দরকার নেই।”
তৃণমূল কংগ্রেসসহ অবিজেপি দলগুলি প্রথম থেকে বারবার অভিযোগ করে আসছিল বিজেপি সংখ্যালঘু বিরোধী, তাদের সেই অভিযোগকেই মান্যতা দিল শুভেন্দু অধিকারী বলে মনে করছে রাজনৈতিক মহল।