রাজ্য বিভাগে ফিরে যান

তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলের অন্দরে এখন চাপে শুভেন্দু অধিকারী

March 12, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যেতেই দলে বিরাট চাপে পড়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাপসীর দলত্যাগ নিয়ে বিজেপির অন্দরে গোষ্ঠী রাজনীতি তুঙ্গে। সোমবার বিকেল থেকেই শুভেন্দু-বিরোধী শিবিরের তৎপরতা জোরদার হয়ে উঠেছে।

সূত্রের খবর, শুভেন্দু বিরোধী শিবির ইতিমধ্যেই দিল্লির নেতাদের কাছে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সোমবার রাতে ই-মেল করেছেন দলের সংখ্যালঘু সেলের প্রাক্তন রাজ্য সহ-সভাপতি সামসুর রহমান। তিনি লিখেছেন, একের পর এক বিজেপি বিধায়ক দল ছাড়ছেন। তাঁদের ধরে রাখতে পারছেন না বিরোধী দলনেতা। শুধু সামসুর নন, শুভেন্দু বিরোধী শিবিরের অনেকেই দিল্লির নেতৃত্বে কাছে নন্দীগ্রামের বিধায়কের নামে অভিযোগ করেছেন। তাঁদের বক্তব্য, নিজের খাসতালুক পূর্ব মেদিনীপুরের দলের ভাঙন ঠেকাতে পারছেন না শুভেন্দু। অন্য জেলার পরিস্থিতি তাহলে সহজেই অনুমেয়। যদিও সংবাদ মাধ্যমের সামনে তাপসীর দল ছাড়া বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, তাপসীকে বিজেপিতে নিয়ে এসেছিলেন শুভেন্দুই। শুধু তাই নয়, দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদেও তাপসীকে বসিয়েছিলেন তিনিই। বিজেপির অন্দরে শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। সেই তাপসী মণ্ডলের আচমকা দলত্যাগে হতচকিত গেরুয়া শিবির। যদিও এই সুযোগ কাজে লাগাতে মরিয়া শুভেন্দু বিরোধী শিবির। সেই শিবিরের নেতারা ইতিমধ্যেই দিল্লির নেতাদের কানে দিতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদের ধরে রাখতে পারছেন না। ৭৭ থেকে কমে ৬৫ হয়েছে বিজেপির বিধায়ক সংখ্যা। আরও কয়েকজন বিধায়ক নাকি তৃণমূলের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন। ফলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো চিন্তিত বঙ্গ বিজেপির নেতারা।

দিল্লির কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও অবশ্যর বিজেপি বিধায়কের দল ছাড়া নিয়ে সোমবার খোঁজখবর নিয়েছেন। সামনেই বঙ্গ বিজেপির নয়া সভাপতির নাম ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্ব, যা নিয়ে জল্পনা তুঙ্গে। নয়া রাজ্যা সভাপতির তালিকায় দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্যদের সঙ্গে শুভেন্দুর নামও চর্চায় রয়েছে। সম্প্রতি দিল্লিতে গিয়ে একাধিকবার বৈঠকও করেছেন তিনি। সেই পরিস্থিতিতে ফের আরেক বিজেপি বিধায়ক দল ছাড়ায় তিনি অস্বস্তিতে পড়লেন নিঃসন্দেহে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #trinamool, #bjp, #suvendu adhikari, #tmc, #Tapasi Mondal

আরো দেখুন