রাজ্য বিভাগে ফিরে যান

বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধি রুখতে নতুন কমিশন গঠনের সিদ্ধান্ত রাজ্যের

March 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধি রুখতে নতুন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অতিরিক্ত বেতন বৃদ্ধি নিয়ে অভিভাবকদের অসন্তোষ ক্রমেই বাড়ছে। সেই সমস্যার সমাধানে রাজ্য সরকার দ্রুত একটি নতুন বিল আনতে চলেছে।

এর আগে বেসরকারি হাসপাতালে চিকিৎসার মাত্রাছাড়া খরচে রাশ টানতে স্বাস্থ্য কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই ক’বছরে অসংখ্য মানুষ তার সুফল পেয়েছেন। এবার বেসরকারি স্কুলের ফি-তে লাগাম দিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। কারণ, স্কুল ফি নিয়ে আপত্তি-অভিযোগের বহর দিন দিন বাড়ছে। কোথাও ভর্তির সময় লক্ষাধিক টাকা চাওয়া হচ্ছে। কোথাও আবার আচমকা বিজ্ঞপ্তি জারি করে মাসিক ফি দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়ন, অনুষ্ঠান ইত্যাদির নামে নানা সময় টাকা নেওয়া হচ্ছে। সন্তানের স্কুলের খরচ মেটাতে জেরবার হচ্ছেন অভিভাবকরা।

সোমবার থেকে বিধানসভায় দ্বিতীয় ভাগের অধিবেশন শুরু হয়েছে। চলবে ২০ তারিখ পর্যন্ত। মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিজেপির এক বিধায়ক বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে সরকারের পদক্ষেপের কথা জানতে চান। তার জবাব দিতে গিয়ে ব্রাত্য বসু জানান, স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের উপর চাপ থেকে শুরু করে নানা অভিযোগ আসছে সরকারের কাছেও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁরা ভেবেছেন। আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে একটি বিল আনতে চলেছে, তা জানিয়েছেন ব্রাত্য বসু। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ব্রাত্যর এই বক্তব্যকে সমর্থন জানান। স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে তৈরি হবে একটি কমিশন। উচ্চহারে ফি বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান হবে কমিশনের মাধ্যমে।

TwitterFacebookWhatsAppEmailShare

#private schools, #WB govt, #commission

আরো দেখুন