রাজ্য বিভাগে ফিরে যান

জমি জট কাটলেও এখনও শুরু হয়নি ডানকুনি ফ্রেট করিডরের কাজ, কেন্দ্রের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

March 12, 2025 | < 1 min read

দৃনিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত তৈরি হওয়া ইস্টার্ন ফ্রেট করিডর। রাজ্য সরকারও এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায়। কারণ, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের শিল্প বাণিজ্য ক্ষেত্রের প্রভূত উন্নয়ন হবে। কিন্তু সরকারের নীতিগত অবস্থান এই প্রকল্পের রূপায়ণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ। সরকার ও রেল উভয়ের দড়ি টানাটানিতে এই প্রকল্প নিয়ে অশনি সংকেত দেখছে রাজনৈতিক মহল। আর সেই কারণেই এই প্রকল্প নিয়ে উঠছে প্রশ্ন।

তথ্য বলছে, পাঁচ রাজ্যের মধ্যে দিয়ে আসা প্রায় ১৮৩৯ কিলোমিটার দীর্ঘ এই ফ্রেট করিডরের কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। ২০১৭ সালের মধ্যে এই ফ্রেট করিডোরের কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এরপর বছরের পর বছর অতিবাহিত হয়ে গেলেও সেই কাজ শেষ করা যায়নি ।

এই ফ্রেট করিডরের প্রথম দুটি অংশ তৈরি হয়ে চালু হয়ে গেলেও বিহারের শোননগর থেকে পশ্চিমবঙ্গের ডানকুনি পর্যন্ত তৃতীয় অংশের কাজ এখনও শুরুই হয়নি। প্রায় ১২ বছরের বেশি সময় ধরে এই কাজ আটকে রয়েছে। জমি জটের কথা বললেও রাজ্য সরকার রেলের সঙ্গে আলোচনা করে তার সমাধান করে ফেলেছে। তারপরেও কাজ শুরু করা যায়নি। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #modi govt, #Ludhiana-Dankuni Freight Corridor

আরো দেখুন