দেশ বিভাগে ফিরে যান

মহাকুম্ভ চলাকালীন দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার দিন অতিরিক্ত ১৩ হাজার টিকিট বিক্রি, তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জানাল রেলমন্ত্রক

March 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহাকুম্ভ চলাকালীন নিউদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। বুধবার লোকসভায় এই ব্যাপারে রেলমন্ত্রকের কাছে লিখিত প্রশ্ন করেন তৃণমূলের সাংসদ মালা রায়। গত ১৫ ফেব্রুয়ারি নিউদিল্লি স্টেশনে কত জেনারেল ক্লাসের টিকিট বিক্রি করা হয়েছিল, নির্দিষ্ট করে তা জানতে চান তৃণমূলের সাংসদ।

জবাবে এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখিতভাবে জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি নিউদিল্লি স্টেশনে প্রায় ৪৯ হাজার জেনারেল ক্লাসের টিকিট বিক্রি হয়েছিল। বিগত ছ’মাসে নিউদিল্লি স্টেশনে দৈনিক গড় টিকিট বিক্রির যা পরিমাণ, শুধুমাত্র ১৫ ফেব্রুয়ারির জেনারেল ক্লাসের টিকিট বিক্রির সংখ্যাই তার থেকে অন্তত ১৩ হাজার বেশি। অশ্বিনী বৈষ্ণবের এহেন লিখিত জবাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। পদপিষ্ট হওয়ার দিন ‘হাই প্রোফাইল’ নিউদিল্লি স্টেশনে নির্ধারিত সীমার থেকে অনেক বেশি সংখ্যক জেনারেল ক্লাসের টিকিট যে বিক্রি করা হয়েছিল, রেলমন্ত্রকের ‘স্বীকারোক্তি’তে সেই তত্ত্বই শেষমেশ প্রতিষ্ঠিত হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো বলে মত ওয়াকিবহাল মহলের।

যদিও এদিনের লিখিত জবাবে কোথাও পদপিষ্টের ঘটনার উল্লেখ করেনি মোদি সরকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও বুঝিয়ে দিয়েছেন, তুলনায় বেশি জেনারেল ক্লাসের টিকিট বিক্রি হলেও ভিড় সামাল দিতে পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থাও ছিল ওইদিন। রেলমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, এই অতিরিক্ত ভিড় সামাল দিতে ১৫ ফেব্রুয়ারি পাঁচটি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mala Roy, #Ashwini Vaishnaw, #Railway Ministry, #Indian Railway Ministry, #mahakumbha, #Delhi railway station

আরো দেখুন