রাজ্য বিভাগে ফিরে যান

BJP-র অন্তত চারজন সাংসদ তৃণমূলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন, জানালেন কুণাল

March 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৬ সালের বিধানসভা ভোট। তার এখনও প্রায় এক বছর বাকি রয়েছে। তার আগেই শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। এবার একেবারে শুভেন্দু অধিকারীর গড়ে বড় আঘাত। ওয়েটিং লিস্টে আরও? বিজেপির স্নায়ুর চাপ আরও বাড়িয়ে দিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, বিজেপির অন্তত চারজন সাংসদ তৈরি হয়ে বসে আছেন।

কুণাল ঘোষ বলেন, বিজেপিতে অন্তত ৪জন সাংসদ তৈরি হয়ে বসে আছেন। বিজেপির একঝাঁক বিধায়কও তৈরি। শুধু সময়ের অপেক্ষা। বিজেপির অন্তত ১০ থেকে ১২জন নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, অনেকে তৈরি। এখনও বিজেপির মধ্যে থাকলে আমাদেরই সুবিধে। তাহলে আমাদের খবর টবরগুলোও পেতে পারি। প্রসেস তো চলছে। এই প্রসেস তো নতুন কিছু নয়। তারাই আসতে চাইছেন। এর মানে নয় যে তৃণমূল তাদেরকে আনতে চায়। দাবি কুণাল ঘোষের।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Kunal Ghosh, #bjp

আরো দেখুন