দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কুমারটুলি কাণ্ডের ছায়া! কল্যাণী এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীর ব্যাগবন্দি দেহ উদ্ধার

March 13, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের ব্যাগবন্দি দেহ! কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া জলায় ব্যবসায়ীর দেহ ফেলতে গিয়ে ধরা পড়ল দুই অভিযুক্ত। ক্যাব চালকের উপস্থিত বুদ্ধিতেই ফাঁস হল রহস্য। মঙ্গলবার রাতে গাড়ির ডিকিতে ব্যবসায়ী ভাগারাম দিওয়াসির গলার নলিকাটা দেহের হদিশ পেল ঘোলা থানার পুলিশ। সেই রাতেই খুনের অভিযোগে করণ সিং ও কৃষ্ণপাল সিংকে গ্রেপ্তার করা হয়। বুধবার বারাকপুর আদালতের বিচারক ধৃতদের সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

নিহত ব্যবসায়ী ভাগারাম দিওয়াসির বাড়ি রাজস্থানের ঝালওয়ারে। তিনি কলকাতার মেছোবাজার এলাকায় ভাড়ায় থাকতেন। তুতো ভাই কৃষ্ণপাল সিং ও করণ সিংয়ের থেকে জামা-কাপড় নিয়ে খুচরো ব্যবসা চালাতেন তিনি। অভিযুক্ত দু’জন গিরিশ পার্ক থানার মুক্তারাম বাবু স্ট্রিট এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। পুলিশ তদন্তে জেনেছে, ভাগারামের কাছে ব্যবসার প্রায় ৮ লক্ষ টাকা পাওনা ছিল তাঁদের। একমাস ধরে ঝামেলা চলছিল। মঙ্গলবার দুপুরে ভাগারাম ৬৫ হাজার ৪৫০ টাকা নিয়ে কৃষ্ণপালের ভাড়া বাড়িতে আসেন। কৃষ্ণপাল অন্তত ৫ লক্ষ টাকা চেয়ে বসে। তুমুল বচসা শুরু হয়। তারপর কৃষ্ণপাল ভাগারামকে খুন করে বলে অভিযোগ।

মৃতদেহ ট্রলিব্যাগে ভরে ফেলে কৃষ্ণপাল। কাজে বেরিয়ে যায় সে। সন্ধ্যায় বাড়ি ফিরে ফোন করে করণ সিংকে। নাগেরবাজার আসতে বলে। কৃষ্ণপালও ব্যাগবন্দি দেহ নিয়ে হলুদ ট্যাক্সি ধরে চলে যায় নাগেরবাজার। তারা অ্যাপ ক্যাব বুক করে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে খেপলির বিল পৌঁছয়। ক্যাব চালক রাহুল অধিকারীর উপস্থিত বুদ্ধির জেরে পর্দা ফাঁস হয়ে যায় অপরাধের। নির্জন জায়গায় ব্যাগ নামাতে বলা মাত্রই রাহুল জানতে চান, ব্যাগে কী রয়েছে? তারা বলতে চায়নি। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝে তারা ক্যাব চালককে টাকাও অফার করে। পাশ দিয়েই যাচ্ছিল ঘোলা থানার টহলদারি ভ্যান। রাহুল চিৎকার শুরু করেন। পুলিশ দেখেই কৃষ্ণপাল চম্পট দেয়। করণও পালানোর চেষ্টা করেছিল। রাহুল তাকে জাপটে ধরেন। পুলিশ করণকে দিয়ে ব্যাগ খোলাতেই বেরিয়ে আসে সেলোটেপ জড়ানো দেহ। মোবাইল ট্র্যাক করে ভোররাতে ঘোলা থানার পুলিশ কৃষ্ণপালকে মুক্তারাম বাবু স্ট্রিটের ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বারাকপুর কমিশনারেট সূত্রে খবর, ব্যাগের ভিতর থেকে মৃতদেহের পাশাপাশি রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের থেকে ৬৫ হাজার ৪৫০ টাকা সহ অন্যান্য সামগ্রী মিলেছে। তদন্তে জানা গিয়েছে, ধৃতরা গুগল সার্চ করে দেহ ফেলার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে নির্জন জলাশয় চিহ্নিত করেছিল। পুলিশ জেনেছে, রাজস্থান পালানোর পরিকল্পনা ছিল তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kalyani Expressway, #Murder, #Death Body

আরো দেখুন