দুর্নীতি নিয়ে কথা বলায় BJP বিভীষণের মতো আমাকেও শ্রীলঙ্কা থেকে বের করে দিয়েছিল: কীর্তি আজাদ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি দ্বিতীয় পর্যায়ের বাজেট অধিবেশনে দেশের অর্থনীতির অবস্থা এবং বেকারত্বের ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রসের সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, ২০২২ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কথা বলা হয়েছিল, কিন্তু সরকার এখনও এই লক্ষ্য অর্জন করতে পারেনি। এর সাথে, তিনি আরও দাবি করেন যে সরকার ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় অংশের বকেয়া অর্থ পরিশোধ করেনি।
মঙ্গলবার, ২০২১-২২ সালের জন্য অতিরিক্ত অনুদানের দাবি এবং ২০২৫-২৬ সালের জন্য মণিপুরের জন্য অনুদানের সম্পূরক দাবি নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় অংশ নেন কীর্তি আজাদ। এই সময় তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন। দলের সদস্যদের দিকে ইঙ্গিত করে আজাদ বলেন, ‘এই লোকেদের আমার চেয়ে ভালো আর কেউ চেনে না।’ যখন আমি ক্রিকেটে ৪০০ কোটি টাকার কেলেঙ্কারির বিষয়টি উথ্থাপন করি, তখন বিভীষণের মতো আমাকেও শ্রীলঙ্কা থেকে বের করে দেওয়া হয়।