বিনোদন বিভাগে ফিরে যান

জি বাংলা সোনার সংসারে সিরিয়ালের অ্যাওয়ার্ড নিয়ে উঠছে নানা অভিযোগ

March 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫। বরাবরই বিজেতাদের নিয়ে আমজনতার উৎসাহ থাকে তুঙ্গে। শনিবার, ১৫ ই মার্চ সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠান। এবার জি বাংলা সোনার সংসারের সেরা নায়িকা হয়ছেন জগদ্ধাত্রী এবং পর্ণা। অর্থাৎ পল্লবী শর্মা ও অঙ্কিতা মল্লিক।

শুধু তাই নয়, একাধিক অ্যাওয়ার্ড এসেছে জি বাংলা-র এই মুহূর্তে সবচেয়ে পুরনো সিরিয়াল জগদ্ধাত্রীর ঝুলিতে। ৯০০ পর্ব পার হওয়ার পরেও, সেরা ধারাবাহিকের অ্যাওয়ার্ডটি পেয়েছে ‘জগদ্ধাত্রী’। সেরা নায়ক নায়িকা থেকে প্রিয় শ্বশুর, শাশুড়ি, বৌমা, জামাই থেকে প্রিয় বর, বউ এর মতো ক্যাটেগরিতেও পুরস্কৃত হয়েছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু প্রতিবারের মতো এবারের অ্যাওয়ার্ড তালিকা নিয়েও অসন্তোষ ছড়িয়েছে দর্শকদের একাংশে।

কিছু কিছু পুরস্কার নিয়ে অবিচার করা হয়েছে অভিযোগ তুলেছেন অনেকে। এবারে প্রিয় শাশুড়িল পুরস্কার পেয়েছেন ‘জগদ্ধাত্রী’ (Serial) থেকে বৈদেহী এবং ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে অপরাজিতা। আর দর্শকদের এই দুটি নাম নিয়েই আপত্তি। অনেকেই অভিযোগ করেছেন, বিচারকরা আদৌ ‘প্রিয়’ মানে জানেনই না। বৈদেহী এবং অপরাজিতা গোটা সিরিয়াল ধরে দজ্জাল শাশুড়ি হয়ে বৌমার জীবন ওষ্ঠাগত করে তুলল, আর তারাই কিনা পেল প্রিয় শাশুড়ির পুরস্কার! বরং ‘আনন্দী’ থেকে আনন্দীর শাশুড়ির পুরস্কারটা পাওয়া উচিত ছিল বলে দাবি দর্শকদের।

শুধু তাই নয়। ‘মিত্তির বাড়ি’তে খলনায়ক শ্বশুরের ভূমিকায় অভিনয় করেও জাস্টিস মিটারের প্রিয় শ্বশুরের অ্যাওয়ার্ড পাওয়াটাও মেনে নিতে পারেননি অনেকেই। পাশাপাশি অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন জগদ্ধাত্রী সিরিয়ালটিকে এত ‘গুরুত্ব’ দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘কী আছে এই জগদ্ধাত্রী সিরিয়ালে!’ আরেকজন আবার লিখেছেন, ‘জগদ্ধাত্রী ছাড়া জি বাংলার সব সিরিয়াল ভালো’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Zee Bangla, #Sonar Songsar 2025, #Zee Bangla Sonar Sansar Award

আরো দেখুন