কলকাতা বিভাগে ফিরে যান

মার্চ ও এপ্রিলের সব রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড রুট

March 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো রুটে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালানোর লক্ষ্যে কাজ শুরু করেছে রেল। সর্বাধুনিক উন্নত সিগন্যালিং ব্যবস্থা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) বসছে ইস্ট-ওয়েস্ট করিডরে। ফলে আপাতত মার্চ ও এপ্রিলের সব রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড রুট।

এর আগে দু’ দফায় মোট ৮ দিন বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। বউবাজারের অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে। এর আগে সপ্তাহে নির্দিষ্ট দিন থেকে রবিবার পর্যন্ত চারদিন ও আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ ছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল। সূত্রের খবর, এবার মার্চের বাকি দু’টি রবিবার এবং এপ্রিলের চারটি রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#East-West Metro, #Howrah Maidan-Esplanade route, #Kolkata

আরো দেখুন