খেলা বিভাগে ফিরে যান

রামনবমীর দিনে ইডেনেই হবে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ

March 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে কি আইপিএলের ম্যাচ হবে? নাকি গুয়াহাটিতে সরে যাবে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ? তা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে শেষ পর্যন্ত জটিলতা কেটেছে। নির্ধারিত দিনেই ইডেনে খেলতে নামবে দুই দল।

আগামী ৬ এপ্রিল রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরতে চলেছে রামনবমী উপলক্ষে। তাছাড়া সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবিও দেখা গিয়েছে। তাই কলকাতা পুলিশ সতর্ক। রামনবমীর দিন ইডেনে ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই সিএবিকে চিঠি দিয়েছে পুলিশ।

কেকেআর ম্যাচ যেন কলকাতার বাইরে চলে না যায়, তার জন্য সচেষ্ট হয়েছিল স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ও। পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন মহারাজ। পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করে যাতে ইডেনেই কেকেআর-লখনৌ ম্যাচ আয়োজন করা যায়, সে নিয়ে কথাবার্তা বলেছেন সৌরভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ram Navami, #KKR, #Kolkata Knight Riders, #Eden Gardens, #Lucknow super giants

আরো দেখুন