Opinion Poll: প্রথম পর্ব– March, 2025: আলিপুরদুয়ার
বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ২০২৫-র মার্চ মাসে দৃষ্টিভঙ্গি নিয়ে এল বাংলার বিধানসভা ভোটের প্রথম জনমত সমীক্ষা। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অবধি, বাংলার নানা প্রান্ত ঘুরে ৫,৩৩৫ জনের মতামত সংগ্রহ করেছেন ৩২ জন সমীক্ষক। তাতেই উঠে এসেছে বাংলার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রতিচ্ছবি।
আলিপুরদুয়ার জেলায় মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পাঁচটি আসনেই জয় লাভ করেছিল। তৃণমূল, কংগ্রেস বা বামেরা কেউই এই জেলায় খাতা খুলতে পারেননি। ২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে আলিপুরদুয়ার জেলার পাঁচ আসনের মধ্যে পাঁচটিতেই বিজেপি এগিয়ে আছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তিনটি আসনে জিততে পারে বিজেপি। তৃণমূল ও বিজেপির মধ্যে দুটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আলিপুরদুয়ার জেলায় বাম, কংগ্রেস বা অন্যান্যদের কোনও আসনে জয় পাওয়ার সম্ভাবনা নেই।