রাজ্য বিভাগে ফিরে যান

দীঘায় জগন্নাথ মন্দিরের ঢিল ছোঁড়া দূরত্বে পর্যটকদের জন্য ১৪টি কটেজ তৈরি করছে উত্তরপাড়া পুরসভা

March 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের ঢিল ছোঁড়া দূরত্বে পর্যটকদের জন্য ১৪টি কটেজের পর্যটন কেন্দ্র তৈরি করছে উত্তরপাড়া পুরসভা। পুরকর্তাদের দাবি, জুন মাসে কয়েকটি কটেজ তৈরির কাজ শেষ হয়ে যাবে। ফলে, তখন থেকেই উত্তরপাড়া সহ রাজ্যের মানুষ সেখানে থাকতে পারবেন। পুরকর্তাদের সূত্রে জানা গিয়েছে, ওই পর্যটন কেন্দ্রে আধুনিক সময়ের যাবতীয় বিলাসের সুযোগ যেমন থাকবে, তেমনই থাকবে পারিবারিক আবহ। দু’য়ের মেলবন্ধনে উত্তরপাড়ার প্রকল্প জনপ্রিয় হবে বলেই দাবি পুরকর্তাদের।

পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, দীঘায় ঘুরতে যাওয়া হোক, আর মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রীর নবনির্মিত জগন্নাথ মন্দির দেখতে যাওয়াই হোক, উত্তরপাড়ার বাসিন্দাদের থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না। আমরা একই সময়ে অন্তত ১০০ জনের থাকার ব্যবস্থা করার পরিকল্পনা করেছি। ১৪টি কটেজে যেমন আধুনিক সুযোগসুবিধা থাকবে, তেমনই থাকবে বিলাসের উপকরণ। সবটাই মিলবে সামান্য খরচে। উত্তরপাড়ার মানুষের পাশাপাশি আমরা বাংলার সব জেলার মানুষকে ওই পর্যটন কেন্দ্রতে থাকার সুযোগ দেব। জুন মাসে একগুচ্ছ কটেজ চালু করে দেওয়ার লক্ষ্যমাত্র নিয়ে কাজ চলছে।

বহু বছর আগে দীঘার রতনপুরে জমি পেয়েছিল উত্তরপাড়া পুরসভা। সেখানে একটি ছোটমাপের পর্যটন আবাসও তৈরি হয়েছিল। কিন্তু তা সেভাবে চালু রাখা যায়নি। প্রতিযোগিতার আবহে পুরসভার সেই পর্যটন আবাস পিছিয়ে যেতে যেতে এক সময়ে বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি সেখানে অবহেলায় পড়েছিল প্রায় পাঁচ বিঘে জমি। সম্প্রতি সেই জমিতে থাকা পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা করে পুরসভার বর্তমান বোর্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#tourists, #Digha, #jagannath temple, #Cottage, #Uttarpara Municipal Corporation

আরো দেখুন