আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

London Diaries: ‘বাপু, সংবিধানটাকে রক্ষা করো!’ লন্ডনে পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মার মূর্তির কাছে আর্জি মমতার

March 27, 2025 | < 1 min read

‘বাপু, সংবিধানটাকে রক্ষা করো!’ লন্ডনে পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মার মূর্তির কাছে আর্জি মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রিটিশভূমে মহাত্মা গান্ধীর কাছে দেশের সংবিধান রক্ষার প্রার্থনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধাবার, পার্লামেন্ট স্কোয়ারে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। মহাত্মা গান্ধীর মূর্তি দেখে মমতা বলেন, “একটু প্রণাম করে যাই। আরে, ফুল তো আনিনি! আগে জানলে একটু ফুল নিয়ে আসতাম।”

মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী কুসুমকুমার দ্বিবেদী পাশের একটি ছোট্ট বাগান থেকে কয়েকটি ফুল তুলে এনে মুখ্যমন্ত্রীর হাতে দিলেন। সেই ফুল দিয়েই বাপুর কাছে ভারতের সংবিধান রক্ষার প্রার্থনা সারলেন মমতা। পায়ের চটি খুলে মূর্তির পাদদেশে ফুল অর্পণ করে মমতা বললেন, “বাপু, সংবিধানটাকে রক্ষা করো!”

মমতার সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা। তাঁর সঙ্গে নাচের দলের কয়েকজন সদস্যও ছিলেন। বুধবার ডোনাকে সঙ্গী করে হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। হাঁটার সময়েই পার্লামেন্ট স্কোয়ারে বাপুর মূর্তির সামনে এসে পড়েন তাঁরা। তাঁকে প্রণাম সেরে আবার হাঁটতে থাকেন

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #UK, #London, #britain, #Mahatma Gandhi, #london diaries

আরো দেখুন