রাজ্য বিভাগে ফিরে যান

৭ বছরে কোটিপতি সুকান্ত মজুমদারের আপ্ত সহায়ক! প্রশ্ন তুলল গেরুয়াপন্থী সংগঠন ‘হিন্দু সংহতি’

March 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপির রাজ্য সভাপতি, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অতিরিক্ত ব্যক্তিগত সচিব অজয় সরকারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন কলকাতার আইনজীবী তথা ‘হিন্দু সংহতি’ সংগঠনের রাজ্য সভাপতি শান্তনু সিংহ। কীভাবে এত সম্পত্তির মালিক প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ার তথ্য পরিবেশন করে সরব হয়েছেন গেরুয়াপন্থী সংগঠন ‘হিন্দু সংহতি’র নেতা শান্তনু সিংহ। তার স্বপক্ষে ভিডিও বার্তাও পোস্ট করেছেন তিনি।

ওই পোস্টকে সামনে রেখে অজয়ের সম্পত্তির তথ্য নিয়ে ফেসবুকে তৎপর তৃণমূল নেতা, কর্মীরা। তাঁদের দাবি, কয়েক বছর আগে সুকান্তর এই আপ্ত সহায়ক এক গাড়ি কোম্পানির বিক্রেতা ছিলেন মাত্র। এমনকী ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় ছোট্ট একটি টিনের ঘরে বাস করতেন অজয়। সুকান্ত জেতার পর থেকে তাঁর উত্থান শুরু হয়। তৃণমূলের দাবি, বর্তমানে বালুরঘাট শহরের বুকে অজয়ের বিলাসবহুল বাড়ির পাশাপাশি কয়েক কোটি টাকায় জমিজায়গাও কিনেছেন। বালুরঘাট লাগোয়া চকভৃগু এলাকাতেও কয়েক বিঘা জমি কিনেছেন অজয়। বিজেপির রাজ্য নেতারা শাসকদলের নেতা, মন্ত্রীদের সম্পত্তি নিয়ে ইডি, সিবিআই তদন্তের দাবি করেন খোদ সুকান্ত। তাঁর আপ্ত সহায়কের এই বিপুল সম্পত্তি,গাড়ি, বাড়ির উৎস নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা।

যদিও এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবুর বক্তব্য, আমাকে বদনাম করতেই, চক্রান্ত করে এসব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে খণ্ডন করেছেন অজয়বাবুও। ২০১১ সাল থেকে গাড়ির ব্যবসা করা অজয়বাবু ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ঠিক কত টাকার দিয়েছেন, ফেসবুকে তা পোস্ট করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, মিনিস্ট্রি অব নর্থ ইস্ট রিজিওনের অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি হিসেবে তিনি প্রতি মাসে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা বেতন পান।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sukanta Majumdar, #hindu sanhati, #ajay sarkar, #coruption

আরো দেখুন