হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

বিনা পয়সায় ট্রামে চেপেই সুন্দরবন! জানুন সুন্দরবন ট্রাম যাত্রার কো কিউরেটর মহাদেব শীর থেকেই

March 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিনামূল্যে ট্রামে ভ্রমণের সুযোগ শহরবাসীর জন্য। তবে সব ট্রামে নয়। একটিমাত্র সুসজ্জিত ট্রামে। ট্রামেই উঠে এসেছে একফালি সুন্দরবন। ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে এঁকেবেঁকে সে আজ থেকে আগামী তিনদিন ছুটবে শহরের রাজপথে। আর ভিতরে হবে সুন্দরবনের লোকগায়কদের নাটক, গান, আড্ডা, নানা অনুষ্ঠান। ট্রামে চেপে সুন্দরবনের মানুষের দিনলিপি সম্পর্কে অবহিত হবে কলকাতার মানুষজন।

২৮ শে মার্চ থেকে চারদিন ধরে বিনাপয়সায় ট্রাম ভ্রমণের সুযোগ।কলকাতার রাস্তায় ঘুরবে এই ট্রাম। একেবারে বিনাপয়সায় এই ট্রামে চড়া যাবে। কোনও পয়সা লাগবে না। তবে শুধু পর্যটনের বার্তা নিয়ে নয়, এই ট্রামযাত্রার মাধ্য়মে সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর ডাকও দেওয়া হচ্ছে। ৩১শে মার্চ পর্যন্ত চলবে এই ট্রাম যাত্রা।

এই ট্রামটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নির্দিষ্ট রুটে যাতায়াত করছে। ট্রামটি গড়িয়াহাট, এসপ্ল্যানেড-শ্যামবাজার এই রুটে যাতায়াত করছে। সুন্দর করে সাজানো হয়েছে এই ট্রাম। সুন্দরবন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। চারদিন ধরে এই ট্রামযাত্রা চলবে।

দেশ বিদেশ থেকে ট্রাম প্রেমী মানুষজন আসছেন এই ট্রামযাত্রায়। মেলবোনের ট্রাম কন্ডাক্টর আসছেন। এসেছে অস্ট্রেলিয়া থেকে একটি প্রতিনিধি দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#sundarban, #Tram, #Calcutta Tram

আরো দেখুন