দেশ বিভাগে ফিরে যান

এবার পণ্য বহন করবে মেট্রো? তুঙ্গে জল্পনা

April 2, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কি মালবাহী মেট্রো চলবে? সূত্রের খবর, দিল্লি মেট্রো এমনই পরিকল্পনা নিয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ও ব্লু ডার্ট যৌথভাবে পরিকল্পনা করেছে। দুই সংস্থার মধ্যে নাকি চুক্তিও হয়েছে। দিল্লি-এনসিআর জুড়ে প্যাকেজ পাঠানোর জন্য মেট্রোকে ব্যবহার করা হবে। মেট্রোর শেষ কোচটিকে এই কাজে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।

যে সময়ে খুব কম সংখ্যক যাত্রী থাকে, সেই সময় মালপত্র বহন করার পরিকল্পনা করেছে দিল্লি মেট্রো। আপাতত পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেনে মালপত্র পাঠানোর ট্রায়াল চালানো হবে। দিল্লি মেট্রোর অন্যতম কর্তা অনুজ দয়াল জানিয়েছেন, গোটা দক্ষিণ এশিয়ায় এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে রাস্তায় গাড়ির সংখ্যা কমবে, দূষণ কম হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Freight Train, #Delhi Metro, #metro

আরো দেখুন