খেলা বিভাগে ফিরে যান

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে টিম মালিকের ভূমিকায় সচিন-কন্যা, কোন দল কিনলেন সারা?

April 2, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সারাকে এবার দেখা যাবে ক্রিকেট দলের মালিকের ভূমিকায়। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ (জিইপিএল)-র আসন্ন মরশুমে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন মাস্টার ব্লাস্টারের কন্যা। সারার জন্ম বেড়ে ওঠা সবই সাগরপাড়ের মুম্বইয়ে। ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসাও সর্বজনবিদিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বিনিয়োগের মাধ্যমে সারা ও ক্রিকেটের সম্পর্ক আরও সুদৃঢ় হল।

বিশ্ব ক্রিকেটের সেরা আইকন হলেন সচিন তেন্ডুলকর। তাঁর কন্যা জিইপিএল-র সঙ্গে যুক্ত হওয়ায় এই লিগের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। আয়োজকেরাও অত্যন্ত খুশি।

প্রসঙ্গত, জিইপিএল ২০২৪ সালে শুরু হয়। লিগের মোট পুরস্কার মূল্য ৩.০৫ কোটি টাকা। ১৫ সপ্তাহেরও বেশি সময় ধরে দলগুলি খেলার মাঠে মুখোমুখি হবে। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে খেলোয়াড়রা রিয়েল ক্রিকেট ২৪-এ প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০২৫ সালের মে মাসে ফাইনাল অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, ই-স্পোর্টসের পরিসর অতিক্রম করে প্রতিযোগিতামূলক গেমিংয়ে উজ্জ্বল স্থান দখল করবে এই লিগ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sara Tendulkar, #cricket league, #Cricket, #Sachin Tendulkar

আরো দেখুন