রাজ্য বিভাগে ফিরে যান

পাশে আছেন মমতা, ‘যোগ্য’ চাকরিহারাদের নিয়ে ৭ এপ্রিল বৈঠকে মুখ্যমন্ত্রী

April 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে। সামান্য কিছু পরিবর্তন করে কলকাতা আদালতের রায়কেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালতের প্রধানমন্ত্রীর বেঞ্চ। তারপরই শিক্ষাদপ্তরের কর্তাদের নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।

যোগ্যদের চাকরি যাওয়া নিয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি প্রশ্ন তোলেন। এক যোগে বাম-বিজেপিকে আক্রমণ করেন। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী, মুখ্যসচিব ও আইনজীবারা থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। আপনারা আবেদন করতে পারবেন। আমরা পাশে আছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Supreme Court of India, #Ssc case

আরো দেখুন