রাজ্য বিভাগে ফিরে যান

দীঘায় জগন্নাথ মন্দিরের পর নাচিন্দা শীতলা মায়ের মন্দিরকে দর্শনীয় স্থান হিসেবে জুড়ে দেওয়ার উদ্যোগ শুরু

April 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। পর্যটকদের মধ্যে ইতিমধ্যেই এই জগন্নাথ মন্দির ঘিরে আগ্রহ তুঙ্গে। এবার দীঘায় বেড়াতে আসা পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হিসেবে জুড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের নাচিন্দা শীতলা মায়ের মন্দিরকে।

স্থানীয়দের দাবি, খুবই ‘জাগ্রত’ মা নাচিন্দা। এই মায়ের টানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমান এই মন্দিরে। এবার এর সঙ্গে যদি দীঘার আকর্ষণীয় স্থানগুলিও তাঁদের কাছে দর্শনীয় করে তোলা হয়, তবে সেটা দারুণ হয়। জানা গিয়েছে, এমনটাই চাইছেন মন্দির কমিটির লোকজন।

মা নাচিন্দা মা শীতলা। মহামায়ার একটি রূপ। জগৎবাসীর পীড়া হরণ করতে আদি শক্তি ভগবতী মা শীতলার রূপ ধারণ করেন। মা নাচিন্দা শীতলা চণ্ডীদেবী রূপে খ্যাত। এই মন্দিরের গর্ভগৃহে বাস করেন মা শীতলা, মা চণ্ডী, মা কালী ও মা রক্তবতী। পাশের মন্দিরে থাকেন রাধাকৃষ্ণ।

এই দেবীর মহিমা ঘিরে নানা জনশ্রুতি রয়েছে। রয়েছে অনেক অলৌকিক কাহিনি। অনেকেরই বিশ্বাস, এখানে মা খুবই জাগ্রত। গ্রামগঞ্জশহর থেকে দেশ-বিদেশের বহু মানুষ মায়ের কাছে ভিড় জমান। মানসিক করেন, মনস্কামনা পূরণও হয়। ভক্তেরা মন্দিরে ঘণ্টা বাঁধেন। মন্দিরে লাল শালুতে ইট বাঁধেন। মনস্কামনা পূরণ হলে মাছের বিভিন্ন পদের অন্নভোগ, ক্ষীরভোগ, শাড়ি-সহ পুজোর দেন। মায়ের কাছে বহু দূর থেকে মানুষ ছুটে আসেন তাঁদের নতুন গাড়ি বা বাইক পুজো দিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tourists, #Digha, #jagannath temple, #Nachinda Shitala Maa Temple, #Digha Attraction

আরো দেখুন