কলকাতা বিভাগে ফিরে যান

ভবানীপুরে তিনটি মণ্ডলের একটিতেও সভাপতি হিসেবে বাঙালি কাউকে খুঁজে পেল না! বিতর্ক BJP-র অন্দরেই

April 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অধীন তিন মণ্ডলে নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। তার পরেই জোর বিতর্ক শুরু হয়েছে ভবানীপুর বিধানসভার বিজেপির কর্মীমহলে। তিনটি মণ্ডলের একটিতেও কোনও বাঙালি সভাপতি নিয়োগ করা হয়নি। কার্যত ভবানীপুরে মমতাকে ওয়াকওভার বিজেপি-র, শুভেন্দু গর্জন করলেও বর্ষাল না গেরুয়া শিবির!

রাজনৈতিক মহলের মতে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে বাঙালিদের বাদ দিয়ে সভাপতির পদ দেওয়া হয়েছে অবাঙালিদের। বিজেপির এই সিদ্ধান্তের ফলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সুবিধা বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই।

বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তৃণমূলের সর্ব স্তরের নেতা-কর্মীদের আগামী পয়লা বৈশাখ ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের নির্দেশ দিয়েছেন। লিখিত নির্দেশ জারি করে তিনি ‘বাংলা অস্মিতা (গরিমা)’ তুলে ধরতে দলের সর্ব স্তরের নেতাদের উদ্যোগী হতেও নির্দেশ দিয়েছেন, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে ‘তাৎপর্যপূর্ণ’। সেই আবহে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের তিন মণ্ডল সভাপতি পদে ‘অবাঙালি’ মুখ এনে খানিকটা বিপাকেই পড়েছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Bhabanipur

আরো দেখুন