বিনোদন বিভাগে ফিরে যান

নক্ষত্র পতন বলিউডে, প্রয়াত কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার

April 4, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। বয়স হয়েছিল ৮৭। বার্ধক্য জনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর ৩:৩০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমার।

উপকার,পুরব পশ্চিম, রোটি কাপড়া আউর মকান, ক্রান্তি-র মতো বহু ছবি উপহার দিয়েছেন মনোজ কুমার। উপকার সিনেমার গান মেরে দেশ কি ধারতি আজও সকলের হৃদয়ে গেঁথে আছে। দাদা সাহেব ফালকে পুরস্কারও জিতেছেন মনোজ কুমার। সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে ।

হরিকৃষ্ণ গিরি গোস্বামী ছিল তাঁর আসল নাম তিনি দেশাত্মবোধক বিষয়বস্তু নিয়ে অভিনয় এবং চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত ছিলেন এবং তাঁকে ‘ভারত কুমার’ নামও দেওয়া হয়েছিল।তিনি বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরষ্কার পেয়েছিলেন। ১৯৯২ সালে তিনি পদ্মশ্রী এবং ২০১৫ সালে ভারত সরকার কর্তৃক চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ পুরষ্কার দাদাসাহেব ফালকে পুরষ্কারে ভূষিত হন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bharat Kumar, #Bollywood, #RIP, #legendary actor, #veteran actor, #Manoj Kumar

আরো দেখুন