দেশ বিভাগে ফিরে যান

গভীর রাতে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ বিল

April 4, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’। বৃহস্পতিবার গভীর রাতে এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৮টি, বিপক্ষে ৯৫টি। এখন শুধুই রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা, তারপরেই কার্যকর হবে নতুন আইন।

বিরোধীদের তরফে বিলটির বিরোধিতা করেন খোদ বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, “বিজেপি আসলে বিলটি এনে দেশের শান্তিশৃঙ্খলা এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। বিলটির মূল উদ্দেশ্যই হল, মুসলিমদের থেকে তাঁদের সম্পত্তি কেড়ে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যবসায়ী বন্ধুদের হাতে তুলে দেওয়া।” বিলটিকে অসাংবিধানিক বলেও দাবি করেন তিনি।

তৃণমূলের তরফে বিলটির বিরোধিতা করেন রাজ্যসভার সাংসদ নাদিমূল হক। তিনি বলেছেন, “এই বিল একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। আজ ওয়াকফ জমির দিকে নজর দেওয়া হচ্ছে, আগামিকাল একই আইন গির্জা, মন্দির, গুরুদ্বারগুলিতেও কার্যকর করা হতে পারে।” ওয়াকফ বিলকে প্রথম থেকে সংবিধান বিরোধী বলে দাবি করে আসছে তৃণমূল। একই সুরেই নাদিমূল বলেছেন, “এটি কোনও ধর্মীয় বিষয় নয়। এটি একটি সাংবিধানিক সমস্যা। ওয়াকফ সংশোধনী বিলে অনেক ত্রুটি রয়েছে। এতে ধর্ম-বহির্ভূত সিদ্ধান্ত রয়েছে। এটি সংবিধানের মৌলিক কাঠামো অর্থাৎ সংবিধানের মৌলিক ধারণার বিরুদ্ধে। এই বিল আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে। এর অধীনে বৈষম্য থাকবে। এই বিলটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ। ওয়াকফের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে সরকারের অধীনে আনার জন্য এই বিল আনা হয়েছে। এই দেশকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে।” আরেক তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও বিলের খামতি তুলে ধরেন।

১৯৫৪ সালের আইনকে সংশোধন করে ১৯৯৫ সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার। কিন্তু ৩০ বছর পরে যে সংশোধনে সিলমোহর দিল ভারতীয় সংসদ, তাতে বোর্ডের ক্ষমতা এবং কার্যকারিতার খোলনলচে বদলে যেতে চলেছে। সব ক’টি বিরোধী দলেরই দাবি, ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজির ভাবে খর্ব করে দিচ্ছে। সমস্ত বিতর্ক এবং সংশোধনী নিয়ে ভোটাভুটি শেষে বৃহস্পতিবার রাত ২টো ১৯ মিনিটে ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ পাশ করানোর প্রস্তাব পেশ করেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ধ্বনিভোটের ফলাফলে বিরোধী শিবির সন্তুষ্ট হয়নি। তারা বিভাজন (ডিভিশন) চায়। ভোটাভুটি শেষে রাত ২টো ৩৪ মিনিটে ফল ঘোষিত হয়। তাতে দেখা যায় বিলের পক্ষে পড়েছে ১২৮টি ভোট। আর বিপক্ষে পড়েছে ৯৫টি ভোট। ৩৩ ভোটের ব্যবধানে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়ে যায়। বিতর্ক চলে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Rajyasabha, #Waqf bill, #Waqf Amendment Bill

আরো দেখুন