রাজ্য বিভাগে ফিরে যান

‘কর্মশ্রী’ প্রকল্পের সুবিধাভোগীদের সব তথ্য রাখা হবে পোর্টালে

April 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্র ‘১০০ দিনের কাজ’-এর টাকা আটকে দেওয়ায় ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করে রাজ্য। প্রকল্প তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। জানা গিয়েছে, এই প্রকল্পের তথ্য গচ্ছিত রাখতে নির্দিষ্ট পোর্টাল নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।

২০২৪-২৫ অর্থবর্ষে ‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমে কাজ পেয়েছেন ৭৩ লক্ষ ৬৭ হাজার ৭৬১ জবকার্ড হোল্ডার। সৃষ্টি হয়েছে ৪২ কোটি ৪২ লক্ষ ৬৫ হাজারের বেশি শ্রম দিবস। মজুরি বাবদ দেওয়া হয়েছে ৮,৮২৬ কোটি ৯৩ লক্ষ টাকা। কতজন পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন, এবার থেকে তার হিসবেও রাখবে রাজ্য সরকার। প্রত্যেক দপ্তরকে বলা হয়েছে, যাঁরা কাজ পাচ্ছেন, সেই জবকার্ড হোল্ডারদের মধ্যে কারা পরিযায়ী শ্রমিক, তা উল্লেখ করতে হবে পোর্টালে। এর জন্য নির্দিষ্ট ফরম্যাটও দেওয়া হয়েছে। সেই সঙ্গে যাঁরা কাজ পাচ্ছেন, তাঁদের বয়স, জাতি ও তাঁরা সংখ্যালঘু সম্প্রদায়ের কি না, তাও উল্লেখ করা বাধ্যতামুলক করা হয়েছে। আধার নম্বরও দিতে বলা হয়েছে। তবে আধার সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামুলক করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Karmashree, #West Bengal, #Portal

আরো দেখুন