রাজ্য বিভাগে ফিরে যান

বাঁকুড়ার তরমুজ বিক্রি হবে কলকাতায়, উদ্যোগ সুফল বাংলার

April 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঁকুড়ার তরমুজ এবার বিক্রি হবে কলকাতায়। জেলা প্রশাসনের উদ্যোগে সুফল বাংলা কর্মসূচির আওতায় চাষিদের থেকে ১৩ টাকা কেজি দরে তরমুজ কেনা আরম্ভ হয়েছে। মাঠ থেকে সরাসরি তরমুজ সংগ্রহ করা হচ্ছে। পরে তা সিঙ্গুরের তরমুজ হাব বা কলকাতায় পাঠানো হবে। কলকাতা ও শহরতলির বাজারে ওই তরমুজ বিক্রি হবে।

বর্তমানে ৭-৮ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। সুফল বাংলা কর্মসূচির আওতায় চাষিদের কাছ থেকে খেতের তরমুজ সরাসরি ১৩ টাকা কেজি দরে কিনছে রাজ্য। খেত থেকে তোলার পর তরমুজ মাঠেই ওজন করা হবে। মাঠেই গাড়ি পৌঁছবে। চাষিদের ঝক্কি অনেক কম হবে। জেলা থেকে প্রায় ১২০ মেট্রিক টন তরমুজ কেনা হবে। গ্রীষ্মকালে খুব কম সময়ের মধ্যে প্রচুর পরিমাণে তরমুজ ফলে। উৎপাদন বেশি হওয়ায় দাম কমতে থাকে। বাজারের অভাবে ফড়েদের কাছে চাষিরা কম দামে তরমুজ বিক্রি করতে বাধ্য হন। প্রশাসন তরমুজ কেনার ব্যাপারে উদ্যোগী হওয়ায় কৃষকেরা উপকৃত হচ্ছেন।

আগামী দু’মাসে ১২০টন তরমুজ কেনা হবে বলে জানা গিয়েছে। চাষিদের আগ্রহ বেশি থাকলে ওই পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় হীড়বাঁধ, ইন্দপুর ব্লক এলাকার চাষিদের তরমুজ চাষ, সংরক্ষণ সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই দুই ব্লকের মাটি তরমুজ চাষের পক্ষে উপযুক্ত। সেখানে ভাল ফলন হয়। সেই কারণেই প্রাথমিকভাবে ওই দু’টি ব্লক এলাকাকে তরমুজ কেনার জন্য বাছা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Bankura, #Watermelons

আরো দেখুন