রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্য ১৫ হাজার কিলোমিটার রাস্তা সম্প্রসারণ, ১,৪০০ কোটি টাকা ছাড়ল রাজ্য

April 8, 2025 | < 1 min read

লক্ষ্য ১৫ হাজার কিলোমিটার রাস্তা সম্প্রসারণ, ১,৪০০ কোটি টাকা ছাড়ল রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সড়ক ও সেতু উন্নয়নের জন্য ১,৪০০ কোটি টাকা ছাড়ল রাজ্যের অর্থদপ্তর। আগামী দিনে এই টাকা ব্যবহার করে পূর্তদপ্তর অন্তত ১৫ হাজার কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও মেরামতি করবে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়েছে।

অর্থবর্ষের শুরুতেই রাজ্য বাজেটে বরাদ্দ টাকার একটি অংশের টাকা ছেড়ে দেয় রাজ্য অর্থদপ্তর। ২০২৫-২৬ অর্থ বছর শুরু হতেই সড়ক ও সেতু উন্নয়নের জন্য টাকা ছেড়ে দেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষের কাজের জন্য চিহ্নিত নয়া প্রকল্পগুলির প্রশাসনিক ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। তা এলেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে পুরোদমে কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রশাসনিক ছাড়পত্র দেওয়ার নিয়ে অর্থদপ্তরে প্রয়োজনীয় পর্যালোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

জেলা ধরে ধরে রাস্তা, বাড়ি থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতির পর্যালোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলির পর্যালোচনা বৈঠক হয়েছে নবান্নে। কাজের অগ্রগতির খতিয়ান নিয়েছেন দপ্তরের পদস্থ কর্তারা। এখন দক্ষিণবঙ্গের জেলাগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন রাজ্যের আধিকারিকরা। বর্ষার আগেই রাস্তা মেরামতি সংক্রান্ত কাজ সম্পূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সম্প্রতি উত্তরবঙ্গ গিয়েছিলেন পূর্ত তথা জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। বৈঠকে তিনি কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়ে ছিলেন বলে জানা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#State Government, #Roads, #West Bengal, #Bengal

আরো দেখুন