হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

দিল্লিতে মাছের দোকানে গেরুয়া ফতোয়া! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ মহুয়ার

April 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লিতে ফের মাছ বিক্রেতাদের হুমকি দিল বিজেপি। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দিল্লির চিত্তরঞ্জন পার্কে গেরুয়া পোশাক পরা কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি কালী মন্দিরের পাশে মাছ বিক্রির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন এবং বলছেন এটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

এক ভিডিওতে একজন ব্যক্তি বলেন, “সনাতনে বলা হয়েছে কাউকে আঘাত করা যাবে না। মন্দিরের পাশে মাছ-মাংস বিক্রি সঠিক নয়।” অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাছ বাজার এবং কালী মন্দির দুটোই বহু দশক ধরে একসাথে রয়েছে। মাছ খাওয়া এবং মাংস নিবেদন করা বহু হিন্দু সম্প্রদায়ের ধর্মাচরণের অংশ, বিশেষত পূর্ব ভারতে শাক্ত উপাসনার প্রথায় এটি প্রচলিত।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি এক্স-এ পোস্ট করে বিজেপি’র বিরুদ্ধে বাঙালিদের আতঙ্ক দেখানোর অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, দিল্লির চিত্তরঞ্জন পার্কে অবস্থিত মন্দিরের পাশে ওই মাছের বাজার বন্ধের হুমকি দিয়েছে গেরুয়া শিবির। তাঁর দাবি, দীর্ঘদিনের ইতিহাসে এরকম কোনওদিন হয়নি। এনিয়ে সেখানকার বাঙালি মাছ বিক্রেতারা উদ্বেগে রয়েছেন।

বেশ কিছুদিন আগে দিল্লিতে এক মন্দিরের কাছে মাছ বিক্রিতে স্থগিতাদেশ দেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। পূর্ব দিল্লির পতপরগঞ্জের বিধায়কের বক্তব্য ছিল, ‘মঙ্গলবারে মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#fish vendors, #fish, #delhi, #bjp

আরো দেখুন