চিকিৎসক চেয়ে বাংলার দ্বারস্থ ডবল ইঞ্জিন বিহার – কেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়োজন অভিজ্ঞ চিকিৎসক, তাই বাংলাকে চিঠি দিল ডবল ইঞ্জিন বিহার সরকার। পাবলিক সার্ভিস কমিশনের অধীনে চিকিৎসক নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ডবল ইঞ্জিন বিহার সরকার, কিন্তু আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার মতো অভিজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে নীতিশ কুমারের রাজ্যে। তাই বাংলার সাহায্য চেয়েছে বিহার পাবলিক সার্ভিস কমিশন। অন্তত দশজন চিকিৎসককে পাঠানো হোক বিহারে, এই মর্মে আবেদন করে এনআরএস হাসপাতালে চিঠি দিয়েছে তারা।
১৮ মার্চ সেই চিঠি এসে পৌঁছেছে হাসপাতালে। সূত্রের খবর গত বছরও এই একই বিষয়ে আবেদন পাঠিয়েছিল নীতিশ সরকার। পূর্ববর্তী আবেদনে সাড়া না দিলেও এবার বিহার সরকারকে সাহায্য করতে চলেছে বাংলা। বিহার পাবলিক সার্ভিস কমিশনকে চিঠিও পাঠিয়েছে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। পড়শি রাজ্যে চিকিৎসক পাঠাতে সমস্ত বিভাগীয় প্রধানদের কাছে নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। যেসব চিকিৎসকরা বিহারের চাকরি পরীক্ষার ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকতে ইচ্ছুক, তাদের নামের তালিকা তৈরি করে পড়শি সরকারকে পাঠাবে এনআরএস কর্তৃপক্ষ।