এবার স্বাভাবিক বর্ষা হবে দেশে, বেসরকারি আবহাওয়া সংস্থার রিপোর্টে স্বস্তির খবর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা দেশে চলতি বছর স্বাভাবিক বর্ষা হবে, পূর্বাভাসে এমনই জানিয়েছে এক বেসরকারি আবহাওয়া সংস্থা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এপ্রিলেই বর্ষার প্রথম পর্যায়ের পূর্বাভাস জানাবে। তার আগেই বেসরকারি সংস্থাটি বৃষ্টির পূর্বাভাস দিল।
চলতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, দেশে বর্ষাকালে দীর্ঘকালীন গড়ের (এলপিএ) তুলনায় ১০৩ শতাংশ বৃষ্টি হবে বলে জানিয়েছে সংস্থাটি। দীর্ঘকালীন গড়ের চেয়ে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হলে তা স্বাভাবিক বলেই ধরা হয়। তারা জানিয়েছে, এবার দক্ষিণ ও পশ্চিম ভারতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। উত্তর-পূর্ব ভারত এবং উত্তর ভারতের পাহাড়ি এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে।
লা নিনা পরিস্থিতি বিদায় নিয়েছে। লা নিনা বিদায় নিলেও বর্ষার সময় এল নিনো পরিস্থিতি তৈরি হবে না বলে আশা আবহাওয়াবিদদের। এনসো পরিস্থিতির মধ্যে বর্ষাকাল কাটবে। ভারত মহাসাগরের ডাইপোল পরিস্থিতি দেশে স্বাভাবিক বৃষ্টি হওয়ার পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করবে।