সাত মাসে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার মোট ৭২টি সমিতিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাত মাসে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার মোট ৭২টি সমিতির বোর্ড দখল করেছে তৃণমূল কংগ্রেস। অধিকাংশই বিরোধী শূন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কার্যকলাপের জেরেই এমন সাফল্য মিলেছে বলে জলপাইপগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর দাবি। বুধবার তিনি শিলিগুড়িতে সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে এই রিপোর্ট পেশ করেন।
সমবায়মন্ত্রী প্রদীপ মজুদার বলেন, রাজ্যে এখনও পর্যন্ত নির্বাচনের মাধ্যমে প্রায় চার হাজারটি সমবায় সমিতির নতুন পরিচালন বোর্ড গঠন হয়েছে। সেগুলিতে সদস্য সংখ্যা বাড়ছে। সেগুলির মাধ্যমে গ্রামবাসীদের বিভিন্ন ধরনের পরিষেবা প্রদানের কাজে গতি এসেছে।
জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অধীনে কৃষি উন্নয়ন সমবায় সমিতির সংখ্যা অসংখ্য। রাজ্য সরকারের নির্দেশে ২০২৪ সালের অক্টোবর মাস থেকে সংশ্লিষ্ট সমিতিগুলিতে নির্বাচনের মধ্য দিয়ে নতুন পরিচালন বোর্ড গঠন করা হচ্ছে। ব্যাঙ্ক সূত্রের খবর,তাদের অধীনে সমবায় সমিতির সংখ্যা প্রায় ৪০০টি। এতে সদস্য সংখ্যা প্রায় ৬ লক্ষ ৫০ হাজার জন। ২০২৪ সালের অক্টোবর মাস থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত ভোট হয়েছে ৭২টি সমিতিতে। যারমধ্যে জলপাইগুড়ি সদরের ১৭টি, ময়নাগুড়িতে ২১টি, রাজগঞ্জে ন’টি, মালবাজারে ছ’টি, ধূপগুড়িতে সাতটি, কোচবিহার জেলার হলদিবাড়িতে পাঁচটি এবং শিলিগুড়িতে সাতটি সমিতি রয়েছে। অধিকাংশই বিরোধীশূন্য। হাতেগোনা কয়েকটি সমিতিতে দুই থেকে তিনটি আসন পেয়েছে বিরোধীরা।