রাজ্য বিভাগে ফিরে যান

শিবের গাজন উপলক্ষে কাটোয়া শহরে দেদার বিক্রি হচ্ছে ‘মুণ্ড’!

April 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন এলাকায় মড়ার খুলি, মুণ্ড নিয়ে গাজনে শ্মশান খেলার রীতি রয়েছে। প্রাচীন এই প্রথা কুড়মুন, কড়ুই সহ বিভিন্ন এলাকায় রয়েছে। সেই রীতি বজায় রাখার জন্য বাজারে চলে এসেছে প্লাস্টিকের মুণ্ড। উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে বিভিন্ন সাইজের মুণ্ড রাজ্যে আসছে। আর গাজনের আগে সেসব দেদার বিক্রি হচ্ছে।

এক-একটি মুণ্ড বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। তবে তা আসল নয়, নকল প্লাস্টিকের মুণ্ডর চাহিদা বেড়েছে। কোনও মুণ্ড থেকে আবার বেরিয়ে আসে ভৌতিক শব্দ। সেগুলি কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন গাজন সন্ন্যাসী থেকে শ্মশান বোলান শিল্পীরা।

কাটোয়া শহরের ডাবপট্টি এলাকার ব্যবসায়ী গোপাল বৈরাগ্য বলছেন, এখন তো আর আসল নরমুণ্ড নিয়ে খেলা সম্ভব নয়, তাই প্রথা বজায় রাখতে প্লাস্টিকের মুণ্ড নিয়েই গাজন উৎসব পালিত হচ্ছে। প্রচুর বিক্রি হচ্ছে। দিনে গড়ে প্রায় ৫০ থেকে ৬০টি করে প্লাস্টিকের মুণ্ড বিক্রি হচ্ছে। একেবারে অসল নরমুণ্ডের মতো দেখতে। দাঁত, মুখের আদল এক্কেবারে কঙ্কালের মতই৷ কিছু মুণ্ডে আবার সাউন্ড ও আলোর সিস্টেম রয়েছে। ব্যাটারি সংযোগ করলেই নানা রকম ভৌতিক শব্দ শুনতে পাওয়া যাবে। গাজনে কেউ কেউ পিশাচের বেশে নরমুণ্ড, খুলি ইত্যাদি নিয়ে নৃত্য করেন। কেউ কেউ আবার ডাকিনি যোগিনী সাজে আচার পালন করেন। সে সবেরও ভালো বিক্রি হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Katwa Town, #Shiva Gajon, #Munda

আরো দেখুন