দেশ বিভাগে ফিরে যান

কেন্দ্রের টালবাহানার জের, অষ্টম পে কমিশন বিশ বাঁও জলে

April 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগেই অষ্টম পে কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু এখনও পর্যন্ত কমিশনের চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন পর্ব শুরু হয়নি। জানা যাচ্ছে, বিভিন্ন রাজ্য সরকার নাকি কেন্দ্রের কাছে দাবি করেছে, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা না করে পে কমিশন যেন কোনও রিপোর্ট তৈরি না করে। প্রসঙ্গত, অর্থ কমিশনের সুপারিশ তৈরি হওয়ার আগে সমস্ত রাজ্যের সঙ্গে দফায় দফায় আলোচনা করে নেওয়াই সরকারি বিধি। যদিও কেন্দ্রীয় পে কমিশনের ক্ষেত্রে সেরকম কোনও নির্দিষ্ট নিয়ম নেই!

কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মীদের বেতন ও ভাতার বদল হয়। কেন্দ্রীয় পে কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর কমবেশি সেই ধাঁচেই রাজ্য সরকারি কর্মীদের পে কমিশন হয়। আর সেই কারণে রাজ্য সরকারগুলির উদ্বেগ। কেন্দ্রীয় পে কমিশন বিরাট মাপের কোনও বেতন বৃদ্ধির সুপারিশ করলে, সেই অনুপাতে রাজ্য সরকারের কর্মীদেরও প্রত্যাশা তৈরি হয়।

ক্রমেই রাজ্যের আর্থিক সংস্থান কমে যাচ্ছে! কেন্দ্র অর্থ কমিশনের কাছে আবেদন করেছে, যাতে রাজ্যকে প্রদেয় করের অনুপাত কমিয়ে দেওয়া যায়। রাজ্যগুলির দাবি, কমপক্ষে ট্যাক্সের ভাগ যেন ৫০ শতাংশ করা হয়। প্রতিটি রাজ্য অর্থাভাবে ভুগছে। আবার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আটকে দিচ্ছে কেন্দ্র। এমনকী রাজ্যকে প্রদেয় আর্থিক সহায়তাও বন্ধ করে রাখা হচ্ছে বলে অভিযোগ। এসবকে কেন্দ্র করেই পে কমিশনের কাঠামো গঠন বিলম্বিত হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#central government, #Central Cabinet, #8th Pay Commission

আরো দেখুন