রাজ্য বিভাগে ফিরে যান

শুরু হয়েছে ‘স্বচ্ছসাথী’ অ্যাপ, সেখানে থাকবে শহরের আবর্জনা সাফাইয়ের হিসেব–নিকেশ

April 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়ে গেল ‘স্বচ্ছসাথী’ অ্যাপ। এখানে এবার থেকে থাকবে শহরে আবর্জনা সাফাইয়ের হিসেব–নিকেশ। আর এবার থেকে এই কাজের উপর অনলাইনের মাধ্যমেই চলবে নজরদারি। আবর্জনা সাফাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিলে অথবা কোথায় কাজ হয়েছে বা হয়নি এবার থেকে সমস্ত তথ্যই ‘স্বচ্ছসাথী’ অ্যাপে আপলোড করতে হবে। কেমন করে সেই কাজ আপলোড করতে হবে সেটা এবার কোচবিহার জেলায় ৬টি পুরসভা এবং আলিপুরদুয়ার পুরসভার নির্মলসাথীদের প্রশিক্ষণ দিল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)।

কোন জায়গা থেকে আবর্জনা সংগ্রহ হল, কোথায় আবর্জনা সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে, কারা রাস্তায় আবর্জনা ফেলছে সবকিছুতেই নজর রাখা হবে ওই অ্যাপের মাধ্যমে। পাশাপাশি, আবর্জনা সাফাই নিয়ে কর্মীদের ফাঁকি দেওয়ার অভিযোগের ওপরও নজর রাখা হবে।

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য, ‘অনলাইনে নজরদারি চললে ফাঁকি দেওয়া সহজেই ধরা সম্ভব হবে। কেউ আবর্জনা সাফাইয়ে সহযোগিতা না করলে সেটাও ধরা পড়বে ওই অ্যাপে।’

রাজ্যজুড়েই আবর্জনা সাফাইয়ে ওই অ্যাপ কাজ করবে। কোচবিহারে সাত-দশদিনের মধ্যে সেটি চালু হবে। তার আগে সমস্ত প্রক্রিয়ার বিষয়ে এদিন নির্মলসাথীদের কোচবিহার পুরসভার হলঘরে সুডার নয়জন আধিকারিক প্রশিক্ষণ দেন। শিবিরে কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, হলদিবাড়ি, মেখলিগঞ্জ ও আলিপুরদুয়ার শহরের তিনজন করে নির্মলসাথী এদিন প্রশিক্ষণ নিয়েছেন।

কোচবিহার পুরসভার এক আধিকারিক জানালেন, ওই অ্যাপে ‘অসহযোগী বাড়ি’ নামে একটি অপশন রয়েছে। কোনও বাড়ি থেকে আবর্জনা সাফাইয়ে সহযোগিতা না পাওয়া গেলে ওই অপশনে গিয়ে বাড়ির নাম নথিভুক্ত করবেন নির্মলসাথীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#alipurduar, #Waste Management, #SwachhSathi

আরো দেখুন