হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

বৈদ্যুতিন গাড়ির শখ? কোথায় চার্জ হবে ভেবে এগোচ্ছেন না? কলকাতায় এবার দ্বিতীয় বৃহত্তম চার্জিং হাব

April 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতায় তৈরি হবে বৈদ্যুতিক গাড়ির জন্য ভারতের বৃহত্তম চার্জিং হাব। বিশ্বে তা হবে দ্বিতীয় বৃহত্তম চার্জিং হাব; এমনই দাবি করেছেন ইজি উর্জা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অশোক কাপুর। ঠাকরপুকুরে চার্জিং হাব তৈরি হবে। প্রকল্পের জন্য ৭.৫ কোটি টাকা খরচ হবে। দুর্গাপুজোর আগেই চার্জিব হাবের উদ্বোধন হয়ে যাবে বলে খবর।

ঠাকুরপুকুরে যে চার্জিং হাব তৈরি করা হবে, তাতে ৩০০টি চার্জার থাকবে। একটি জায়গায় থাকা চার্জিং হাবের নিরিখে সেটি বিশ্বের বৃহত্তম হবে। চীনে একই জায়গায় ৬৫০টি চার্জার রয়েছে বলে জানা গিয়েছে। ঠাকুরপুকুরে রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানির অব্যবহৃত জমি পড়ে আছে। প্রায় দুই একর জমিতে চার্জিং হাব গড়ে তোলা হবে।

‘ইজি উর্জা’-র ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ঠাকুরপুকুরের হাবে যে চার্জার থাকবে, সেগুলি সংস্থার হিমাচল প্রদেশের কারখানায় তৈরি করা হবে। তারপর সেগুলি ব্যবহার করা হবে ঠাকরপুকুরের চার্জিং হাবে। যে সংখ্যক চার্জার থাকবে, তার মধ্যে ২০ শতাংশ দ্রুত চার্জ করতে পারবে। ঘণ্টায় ১২০ কিলোওয়াট পর্যন্ত চার্জিংয়ের বন্দোবস্ত থাকবে। তিনি জানিয়েছেন, ঠাকুরপুকুর হাবের স্টোরেজ ক্ষমতা হবে ছয় মেগাওয়াট। পরিবেশের কথা মাথায় রেখে সোলার প্যানেল বসানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #charging hub, #electric vehicle charging hub

আরো দেখুন