খেলা বিভাগে ফিরে যান

মশাল জ্বাললেন মেয়েরা, ইন্ডিয়ান উইমেনস লিগ (IWL) জয় ইস্টবেঙ্গলের

April 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  ইন্ডিয়ান উইমেনস লিগ ২০২৪-২৫ মরশুমে খেতাব জিতল ইস্টবেঙ্গল। এই জয় এল লাল-হলুদের মেয়েদের হাত ধরে। সৌম্যা গুগুলোথের গোলে গতবারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের জন্য ইন্ডিয়ান উইমেনস লিগ জয় করল মশাল বাহিনী।

কাল্যাণী স্টেডিয়ামে শুক্রবার ইন্ডিয়ান উইমেনস লিগে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি করেন সৌম্যা গুগুলোথ। সমাজ মাধ্যমে শুভেচ্ছাবার্তার ঝড় উঠেছে। মেয়েদের হাত ধরে প্রথমবার এবং প্রায় দুই দশক পর জাতীয় স্তরের খেতাব জিতল কলকাতা ময়দানের অন্যতম প্রধান। এর পাশাপাশি এএফসি কাপের প্লে অফে যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Indian Women's League, #IWL

আরো দেখুন