হাঁসফাঁস গরম থেকে মিলবে মুক্তি, ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েকদিনে রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আজ শনিবার থেকে আগামী ১৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।