দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ডবল ইঞ্জিন ত্রিপুরা, আহত পুলিশ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

April 13, 2025 | < 1 min read

ওয়াকফ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ত্রিপুরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল ত্রিপুরা। শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর শহরে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল ঘিরে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী।

সে রাজ্যের ঊনকোটি জেলায় কৈলাশহর মহকুমায় ওয়াকফ আইনের বিরুদ্ধে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছিল শনিবার বিকেলে। কৈলাশহরের প্রাণকেন্দ্রে ঢোকার আগেই ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশকর্মীদের মারধর করে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে।

ত্রিপুরা পুলিশ জানিয়েছে, প্রথমে শান্তিপূর্ণ ভাবেই এগোলেও হঠাৎ করেই মিছিলে অংশগ্রহণকারীরা হিংস্র হয়ে ওঠেন। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন কেউ কেউ। পুলিশকর্মীরাও আহত হন। প্রায় ১৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আটজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

আরও জানা যাচ্ছে, মহম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে মিছিল তিলাবাজার থেকে কুবঝাড়ের দিকে যাচ্ছিল। মিছিল করার অনুমতি দেওয়া হয়নি কৈলাসহর জয়েন্ট অ্যাকশান কমিটিকে। কৈলাসহর পুরসভার বাইরে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া। অভিযোগ, কুবঝাড়ের কাছে মিছিলকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, কাঁচের বোতল ইত্যাদি ছোড়া হয় বলেও অভিযোগ। সংঘর্ষে আহত হয়েছেন এলাকার এসডিপিও জয়ন্ত কর্মকার-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের মারে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় কৈলাশহর মহকুমায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #protests, #Waqf bill

আরো দেখুন