খেলা বিভাগে ফিরে যান

ISL ফাইনালে যুবভারতীতে বেঙ্গালুরুর কর্ণধার-সহ সমর্থকরাও আক্রান্ত? দায়ের অভিযোগ

April 16, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে জয়ী হয়েছে মোহনবাগান। অভিযোগ, যুবভারতীতে ফাইনালে বেঙ্গালুরুর কর্ণধার-সহ সমর্থকরাও আক্রান্ত হয়েছেন। তা নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছে বেঙ্গালুরু এফসি।

এআইএফএফ ও এফএসডিএলের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বেঙ্গালুরু এফসি। এক্স হ্যান্ডলে বিবৃতিতে তারা লিখেছে, “শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল ছিল। ওই ম্যাচে স্ট্যান্ডে আতশবাজি ছুড়ে মারা হয়েছে। এর জন্য আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছি।”

আহত হয়েছিলেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “স্টেডিয়ামে যখন আমার দলকে সমর্থন করে গলা ফাটাচ্ছিলাম, তখন আমার গায়ে আতশবাজি লাগে। কলকাতায় আইএসএল ফাইনালে আমরা কি এই ধরনের নিরাপত্তা আশা করতে পারি?”

TwitterFacebookWhatsAppEmailShare

#Statement, #Bengaluru fc, #mohunbgan, #Football, #ISL

আরো দেখুন