BJP আর নীতিশকে একটি ভোটও নয়, বিহারে আর্জি কৃষকদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছরের শেষেই বিহার বিধানসভা নির্বাচন। বিজেপি এবং জেডিইউকে একটি ভোটও দেবেন না, বিহার জুড়ে প্রচার আন্দোলন শুরু করছেন কৃষকরা। লোকসভা নির্বাচনের আগেও একইভাবে দেশজুড়ে মোদী বিরোধী আন্দোলনে শামিল হয়েছিলেন কৃষকরা। উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের আন্দোলনের জেরে ধাক্কা খেয়েছিল পদ্ম পার্টি। বিহার বিধানসভা নির্বাচনের আগে একইভাবে আন্দোলন করতে চলেছেন কৃষকরা।
মনে করা হচ্ছে, চলতি বছরের নভেম্বর মাসে বিহারে নির্বাচন হতে পারে। পুরোদমে বিরোধী আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। রবিবার রাতে দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চার বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিহার বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০টি মেগা কিষান মহাপঞ্চায়েত আয়োজিত হবে। প্রতিটি কৃষক সম্মেলনে রাজ্যের মানুষকে আর্জি জানানো হবে, তারা যেন বিজেপি, জেডিইউ তথা এনডিএকে কোনও ভোট না দেন। রবিবার দিল্লিতে বৈঠকের পর সোমবার সংযুক্ত কিষান মোর্চা কর্মসূচি ঘোষণা করেছে।
কৃষকদের আহ্বানে চাপে পড়েছে নীতীশ কুমারের দল। বিহার বিজেপিরও চিন্তা বাড়ছে। বিহারে কৃষকদের ভোটব্যাঙ্ক রয়েছে ভাল মাত্রায়। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি জানিয়েছে, শুধুমাত্র ১০টি মহাপঞ্চায়েত আয়োজন করে থেমে যাওয়া নয়। ভোট পর্যন্ত বিহারের বিধানসভা আসন ধরে বিজেপি বিরোধী প্রচার কর্মসূচি চালানো হবে। বিলি করা হবে লিফলেট। এতে চিন্তা বাড়ছে বিজেপির।