দেশ বিভাগে ফিরে যান

পহেলগাঁও থেকে অপারেশন সিঁদুর: মৌন Big B মুখর হলেন, কী লিখলেন?

May 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ নীরবতা ভাঙলে বলিউডের শাহেনশাহ। আজ, রবিবার পহেলগাঁওতে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করলেন অমিতাভ বচ্চন। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নৃশংসভাবে ২৬ জন ভারতীয়কে খুন করে জঙ্গিরা। ২৩ এপ্রিল থেকেই নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কোনও শব্দ লেখেননি অমিতাভ। কেবল নিজের টুইট সংখ্যা লিখে ব্ল্যাঙ্ক রেখে গিয়েছেন। এতেই আরও বেশি করে জল্পনা ছড়ায়।

অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় খবুই সক্রিয়। কিন্তু পহেলগাঁও হামলার পর একটি বাক্যও খরচ করেননি তিনি। আজ, লিখেছেন। এক্স পোস্টে, পহেলগাঁওয়ের ভয়ঙ্কর ঘটনার কথা এবং তা কীভাবে অপারেশন সিঁদুরের সৃষ্টি করল সেকথাও লিখেছেন তিনি। মোদীর কোনও প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক আরম্ভ হয়েছে।

তাঁর বাবা তথা প্রয়াত কবি হরিবংশ রায় বচ্চনের লেখাও উল্লেখ করেছেন। যা ‘অগ্নিপথ’ সিনেমাতেও ব্যবহৃত হয়েছিল। ‘তু না থামে গা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!’ পহেলগাঁও হামলার কড়া জবাবের অপেক্ষাতেই ছিলেন অমিতাভ। রাগে হয়ত তিনি সমাজ মাধ্যমে কিছু লেখেননি। অপারেশন সিঁদুরের পর তিনি শান্তি পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#amitabh bachchan, #Operation Sindoor

আরো দেখুন