খেলা বিভাগে ফিরে যান

পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জের, বাতিল হতে পারে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর

May 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পরে উদ্ভূত পরিস্থিতির বড়সড় প্রভাব পড়তে চলেছে উপমহাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে। আগামী অগস্টে সাদা বলের সিরিজ়ে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং বাংলাদেশের। ১৭ থেকে ৩১ অগস্টের মধ্যে তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের এই সফর বাতিল হতে পারে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার বাইরে নয় বাংলাদেশও। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ক্রিকেট অনিশ্চিত হয়ে পড়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘ভারতীয় দলের বাংলাদেশ সফর বছরের সূচিতে রয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের বাংলাদেশ সফর না হওয়ার সম্ভাবনাই বেশি।’’

শুধু ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়েই নয়, বরং ২০২৫ সালের এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে ভারত। টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের পরেই সেপ্টেম্বরে নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, তা এখনও স্থির হয়নি। তবে এটা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিস্থিতি নয় বলেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Ind vs Ban

আরো দেখুন