রাজ্য বিভাগে ফিরে যান

দিলীপ-রিঙ্কুর রিসেপশনে মমতা, অভিষেককে আমন্ত্রণ? তুঙ্গে জল্পনা

May 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। বিজেপি নেতারা দিলীপ ঘোষকে আক্রমণ করতে নেমে পড়েছেন। তিনিও সাংবাদিক সম্মেলন করে পাল্টা হুঙ্কার ছেড়েছেন। শোনা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছেন তিনি।

সদ্য বিয়ে করেছেন দিলীপ। কিন্তু রিসেপশন হয়নি। এক অনুষ্ঠানের আয়োজন করেছেন দিলীপ ঘোষ। যার নাম দিয়েছেন ‘‌বিবাহোত্তর সংবর্ধনা’‌। সূত্রের খবর, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ ঘোষ। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন কি-না সেটা এখনও নিশ্চিত নয়।

মমতা ও অভিষেক দুজনেই দিলীপ-রিঙ্কুকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন। সৌজন্যের খাতিরে হয়ত এবার তাঁরা দুজনেই উপস্থিত হবেন দিলীপের ‘‌বিবাহোত্তর সংবর্ধনা’‌য়।
মে মাসেই শহরের এক পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে সূত্রের খবর। রিসেপশন পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রী এবং হেভিওয়েট নেতানেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

এই বিষয়ে দিলীপ ঘোষও এখন কিছু জানাননি। তবে ইতিমধ্যেই বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন, “পৃথকভাবে রিসেপশন করছেন দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন।” ক্রমেই দিলীপ ঘোষকে ঘিরে বাড়ছে বিতর্ক। জোরালো হচ্ছে তাঁর ফুলবদলের জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#rinku majumdar, #Mamata Banerjee, #abhishek banerjee, #dilip ghosh

আরো দেখুন