অবশেষে এলো কালবৈশাখী, তীব্র গরমের পর স্বস্তি পেল মহানগরবাসী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকাল থেকে তীব্র গরমের পর রাত ১০টা থেকে শুরু হল ঝড়বৃষ্টি। পূর্বাভাস আগেই ছিল, সোমবার মানে আজ (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া।
হাওয়া অফিসের খবর অনুযায়ী,মঙ্গলবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া।বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতে।
তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তাপপ্রবাহ চলবে এই ছয় জেলায় – পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।