#Breaking লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিকেটের রাজা
May 12, 2025 | < 1min read
রোহিতের বিদায়ের খবরের পরই বিরাট জানিয়েছিলেন বিসিসিআই-কে যে, তিনিও খেলতে চান না আর টেস্ট ক্রিকেট। আজ সেই খবরেই সিলমোহর দিলেন খোদ বিরাট। নিজের ইন্সটা হ্যান্ডেলে পোস্ট করে জানালেন যে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি।
ভারতের প্রাক্তন এবং সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, যার নেতৃত্বে টেস্ট ক্রিকেট শীর্ষে ছিল ভারত। কোহলির নেতৃত্বে ৬৮টি টেস্টের মধ্যে ৪০টি জয় পেয়েছিল ভারত।
মোট ম্যাচ: ১২৩ মোট ইনিংস – ২১০ মোট রান: ৯,২৩০ সর্বোচ্চ – ২৫৪ গড় রান: ৪৬.৮৫ শতরানের সংখ্যা: ৩০ অর্ধশতনের সংখ্যা: ৩১ দ্বিশতরান – ৭ নট আউট – ১৩ স্ট্রাইক রেট ৫৫.৫৮
সুতরাং, চার নম্বরে সচিনের অভাব বিরাট পূরণ করলেও বিরাটের অভাব কে পূরণ করবে, এটাই ভারতীয় ক্রিকেটে সবথেকে বড় প্রশ্ন রয়ে গেল এই মুহূর্তে।