অসমে আঞ্চলিক পঞ্চায়েতের ভোটে ৬ আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি অসমে পঞ্চায়েত ভোট হয়। প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ২৮টি জেলা পরিষদের আসনে লড়াই করেছে বাংলার শাসক দল। ৪৪টি আঞ্চলিক পঞ্চায়েতের আসনেও প্রার্থী দিয়েছে তৃণমূল। শতাধিক আসনে পঞ্চায়েত স্তরেও তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করছে। গত কয়েকদিন ধরে নাগাড়ে প্রচার করেছেন তৃণমূল। ছয়টি আঞ্চলিক পঞ্চায়েতের আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এই আসনগুলি হল আচলপাড়া, বান্দিয়া, দামপুর, গোবিন্দপুর আলগাপুর এবং বিনোদিনী।
তৃণমূল কংগ্রেসের তরফে এই জয়ের জন্য দলের অসম ইউনিটের নেতৃত্ব-কর্মীদের অভিনন্দন জানানো হয়েছে। দলের তরফে বলা হয়েছে অসমে তৃণমূল কংগ্রেস ক্রমশ নিজেদের জমি পোক্ত করছে। দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের মানুষজন তা অনুভব করছেন। অসমের মানুষ কংগ্রেসের প্রতি হতাশ। তাই ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের প্রতি অসমবাসীর সমর্থন বাড়ছে।