কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, নজরদারি বাড়ানো হয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। বোম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে। আপাতত পুরোপুরি হাই অ্যালার্ট করা হয়েছে। টার্মিনাল জুড়ে চলছে তল্লাশি।
জানা যাচ্ছে, এদিন দুপুর সাড়ে তিনটেয় কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমান উড়ে যাওয়ার কথা ছিল। প্লেন ছাড়ার আগের মুহূর্তে বিমানের মধ্যে বোমাতঙ্কের খবর এসে পৌঁছয়। দ্রুত যাত্রীদের নামিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে বিমানবন্দর চত্বরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
তবে দীর্ঘ তল্লাশিতেও বোমার হদিশ পায়নি বোম স্কোয়াড। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি এহেন দাবি করলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। নেপথ্যে বড়সড় কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভারত-পাক অশান্তির আবহে গত কয়েকদিন ধরে এমনতিই নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দরে।