নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রকাশিত হল চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করল। প্রসঙ্গত, এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। শেষ হয় ৪ এপ্রিল। এ বছর মোট ১৬,৯২,৭৯৪ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয়ওয়াড়া। পাশের হার ৯৯.৬০ শতাংশ।
এই বছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাশের হার .৪১ শতাংশ বেড়েছে। মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। পরীক্ষার্থীরা cbseresults.nic.in এবং results.cbse.nic.in ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন।