দেশ বিভাগে ফিরে যান

সংঘর্ষবিরতির সঙ্গে ব্যবসার কোনও সম্পর্ক নেই, জানিয়ে দিলেন বিদেশমন্ত্রকের সচিব

May 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রকের সচিব রণধীর জয়সওয়াল। সাংবাদিকরা প্রশ্ন তোলেন, মার্কিন প্রেসিডেন্টের চাপের কাছেই কি মাথা নুইয়েছে ভারত?

জবাবে বিদেশ সচিব বলেন, “৭ মে, অপারেশন সিঁদুরের শুরু থেকে ১০ মে, সংঘর্ষবিরতি ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে লাগাতর কথা হয়েছে। তৎকালীন উদ্ভুত সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও আলোচনায় ব্যবসার কথা উঠে আসেনি।”

এদিন বিদেশমন্ত্রকের সচিব জানিয়ে দিলেন, সংঘর্ষবিরতির সঙ্গে ব্যবসার কোনও সম্পর্ক নেই। তবে মার্কিন নেতৃত্বের সঙ্গে ভারতীয় নেতৃত্বের বিস্তর আলোচনা হয়েছে। এর পাশাপাশি কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল সরকার। জানিয়ে দিল, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু ছিল, আছে এবং থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India Vs Pakistan, #foreign secretary, #us pressure, #cease fire

আরো দেখুন