১৭ মে শুরু হচ্ছে আইপিএল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ১৭ মে থেকে পুনরায় শুরু হবে স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলি। সংশোধিত সময়সূচী অনুসারে ৩ জুন হবে আইপিএলের ফাইনাল।
নতুন সময়সূচি অনুযায়ী, প্রথম ম্যাচটি হবে ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। প্লে-অফ ম্যাচের ভেন্যুগুলি পরে ঘোষণা করা হবে। ছয়টি ভেন্যুতে মোট ১৭টি ম্যাচ খেলা হবে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার।
বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ রয়েছে। এছাড়া, জয়পুর, দিল্লি, অহমদাবাদ, লখনউ এবং মুম্বইয়ে বাকি ম্যাচগুলি হবে।
জয়পুরে হবে রাজস্থান বনাম পঞ্জাব (১৮ মে), পঞ্জাব বনাম দিল্লি (২৪ মে) এবং পঞ্জাব বনাম মুম্বই (২৬ মে) ম্যাচ।
দিল্লিতে হবে দিল্লি বনাম গুজরাত (১৮ মে), চেন্নাই বনাম রাজস্থান (২০ মে) এবং হায়দরাবাদ বনাম কলকাতার (২৫ মে) ম্যাচ।
লখনউয়ে হবে লখনউ বনাম হায়দরাবাদ (১৯ মে) এবং লখনউ বনাম বেঙ্গালুরু (২৭ মে) ম্যাচ।
আহমেদাবাদে হবে গুজরাত বনাম লখনউ (২২ মে) এবং গুজরাত বনাম চেন্নাই (২৫ মে) ম্যাচ।
বর্তমানে, গুজরাট টাইটানস ১৬ পয়েন্ট এবং ০.৭৯৩ নেট রান-রেট নিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। পাঞ্জাব কিংস ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং মুম্বাই ইন্ডিয়ানস ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে স্থান করে নিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চণ্ডীগড়ের কাছে পাকিস্তানের ড্রোন ভারতীয় আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে, স্টেডিয়াম ব্ল্যাকআউট করে দেওয়া হয়। বাতিল করা হয় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটি। এরপরই আইপিএলে স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। পুনরায় আইপিএল শুরু যায় স্বভাবতই খুশি ক্রিকেটপ্রেমীরা।